Wednesday, August 19, 2015

বাংলাদেশিজম, সমকামী, নাহিদ রেইনস আর কিছু কথা যা হারিয়ে যাওয়ার নয়।

বাংলাদেশিজম ( Bangladeshism ) এর নাহিদ রেইন্স ( Nahid Rains ) এর একটা ভিডিও "
What if EVERYONE was HOMOSEXUAL in the WORLD? "তে আমি কমেন্ট করেছি। জানি না উনি ভবিষ্যতে মুছে দিবেন নাকি কিন্তু তাই এখানে আমার কমেন্টটা অক্ষুত রাখার চেষ্টা করছি। সবাই কমেন্ট করতে পারবেন।

/////////////////////
 নাহিদ রেইন্স, আপনি খুব উদাহরন দিয়ে সমকামিতা নিয়ে কথা বলেছেন। এ জন্য ধন্যবাদ। অধিকাংশ মানুষ এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অবৈধ বলে আর কথা বাড়ায় না।
তবে আপনার সাথে আমি মোটেই একমত হতে পারলাম না। আর আপনি এখানে একবারও বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রয়োগ করেননি যে বিষয়টি প্রাকৃতিক নাকি ঐচ্ছিক। যাই হোক, আমিই বলে দেই। আমি সমকামি সম্পর্কে যতটা জানি এখানে একটু বলি।
১. পৃথিবীর প্রায় ৪০০এরও অধিক প্রজাতির প্রাণী আছে জাদের মধ্যে সমকামিরা আছে। যেসব প্রাণীদের মধ্যে সমকামিতা আছে তাদের সংখ্যা প্রায় ১০%। মানুষও এই প্রাকৃতিক নিয়ম বজার রেখেছে। জরিপ বলে মানুষের মধ্যে ৩.৭% সমকামি।
২. সমকামিতার পিছনে জিন কাজ করে। আর আপনি যে বিষয়ের উপর বেশি মনোযোগ দিলেন মানে "সবাই যদি সমকামি হত" সেটা আদৌ সম্ভব না।
৩। সমকামিরা ইচ্ছাকৃতভাবে এমন পথ বেছে নেয় না। তারা প্রাকৃতিকভাবে বিপরীত লিঙ্গের প্রতি অনাসক্ত। আপনি ধার্মিক হিসেবে এটাকে রোগ বলেন বা যাই বলেন এর জন্য তাকে শাস্তি বা ভুল বলা অযৌক্তিক।
৪। সমকামিরা সাধারনত সন্তান দত্তক নেয়। এটা খুবই মহৎ কাজ। প্ৃথিবীতে অনেক শিশুই এতিম হওয়ার মত দুর্ভাগ্য বহন করে। সমকামিদের এই মহৎ আমাদের দৃষ্টিগোচর করা উচিত না।
৫। ইসলামিক বিশেষজ্ঞ ডঃ জাকির নায়েক আরও কিছু স্কলাররা ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন এই বলে যে অবাধ যৌনতা মানুষকে সমকামি করে তুলে। বিষয়টা খুবই ভুল ও অনৈতিক যুক্তি চয়ন। কেননা এমন অগণিত সমকামীজুগল আছে যারা সারাজীবন একই সঙ্গির সাথে থাকে। ছেলে-মেয়ে জুগলের মতও তাদের মাঝে ভালবাসা ও কমিটমেন্ট আছে এটা স্বাভাবিক।
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
(অনেকে আমাকে সমকামী ভাবতে পারে তাই আগেই বলে দেই আমি সমকামী নই ।  বিজ্ঞানকে সমর্থন জানালেই সমকামী হয়ে না। গোঁড়ামিহীন সকল প্রতিষ্ঠিত বিজ্ঞানিরা সমকামীর বৈজ্ঞানিক সত্যতাকে স্বীকার করে। )

ভিডিওটি দেয়া হলঃ


No comments:

Post a Comment