Sunday, August 30, 2015

বাংলাদেশিজম, সাইন্স ফ্যাক্ট, নাহিদ রেইনস আর কিছু কথা যা হারিয়ে যাওয়ার নয়।

বাংলাদেশিজম ( Bangladeshism ) এর নাহিদ রেইন্স ( Nahid Rains ) এর একটা ভিডিও "
 Science Facts | OMG! The Science Show
 "তে আমি কমেন্ট করেছি। জানি না উনি ভবিষ্যতে আবারও আমার কমেন্ট মুছে দিবেন নাকি কিন্তু তাই এখানে আমার কমেন্টটা অক্ষুত রাখার চেষ্টা করছি। সবাই কমেন্ট করতে পারবেন।




প্রাচীনকাল থেকে পাদ্রিরা/ দরবেশরা মানুষের বিশ্বাস অর্জন করে আসছে এটা  সহজ পন্থায়। প্রথমে এমন কিছু একটা বলতো যাতে মানুষের মনে দুর্বলতা কাজ করে তারপর সেটা ব্যবহার করত মানুষের মনে যে সন্দেহ দূর আছে সেটা দূর করার জন্য।  আপনিও সেই সব ভণ্ড পাদ্রিদের থেকে কম কিছু করলেন না। প্রথমে আপনি এখানে কি চতুরতা করেছেন তা বলবো তারপর আপনার বিজ্ঞান নিয়ে যা বলেছেন তা বলবো।।

প্রথমত ধন্যবাদ ক্যাসপারের অপারেশনের কথা বলার জন্য। আপনার মত চালাক লোকই পারে নিজের সো এর পর্বকে প্রমট করার জন্য মানুষের আবেগকে ব্যবহার করতে। আপনি চাইলেই এটা আলাদা একটি ভিডিও বানিয়ে সেটা ফেসবুক এ Sponsored Ads দিয়ে দিতে। ২-৩শত টাকা খরচ করে আপনি কয়েক হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারতেন। আপনার হেটার গ্রুপ না হয় মেগাবাইট কিনছে সুধুমাত্র আপনাকে নিয়ে ত্রল বানানোর জন্য। কিন্তু আপনি তো পারতেন পকেটের টাকা একটু সঠিকভাবে খরচ করতে ।  তবে সে এক ঢিলে দুই পাখি মারতে চায় আর নিজের ভিডিওর ভিউ কউন্ট বাড়াতে চায় তার কাছে এটাই আশা করা যায়। 

"আমি সিউর দেখার আগে ডিজলাইক দিচ্ছেন" ভাই কথাটা ভাল বলেছেন। আপনার সাথে পারিবারিক শত্রুতা কেন যে মানুষের আমি বুঝি না। আপনি বিজ্ঞানকে অপব্যাখা করছেন এটা তো দোষের কিছু না। আর আপনার ভিডিও তো মানুষ চোখ বন্ধ করেই  সেকেন্ড টু সেকেন্ড ধরে ধরে ভুল বের করে ভিডিও বানাচ্ছে। সেটা নিয়ে তো কিছু বলেন না। আর আপনি চোখ খুলে অনুমান নির্ভর আর ভুল তথ্য দিয়ে মানুষের জ্ঞানের হলুদ আলোকে ছড়িয়ে দিচ্ছেন।  এত মহৎ কাজে লাইক না দেয়াই তো পাপ। ও হ্যা আমি অবশই আপনার ভিডিওতে লাইক দিব। তবে সেটা সাইন্স এর ভুল ব্যাখ্যার জন্য না বরং এত চালাকি করে মানুষের সেন্টিমেন্টকে ব্যবহার করে নিজের দোষ ঢাকারজন্য  এমন ভিডিও বানানোর জন্য। 

এখন আসি মুল আর ফ্যাক্টগুলো বলতে

1|  3:31   "প্রায়" শব্দটা  কে বলবে? প্রায়  ৮ মিনিট ১৭ সেকেন্ড বললে ঠিক হত।  পৃথিবী কোন স্থির গ্রহ না যে সমসময় একই পরিমান সময় লাগবে। 

২। 3:45  1000 mph বা বরং "প্রায়" 1040 mph. । আর এইবারও প্রায়" শব্দটা বলা ভুলে গিয়েছেন। মনে হয় না ১০৪০ বললে সেটা সাধারণ  মানুষের কাছে দুর্বোধ্য হত।

৩। 3:49  ৬৭০০০ না বরং প্রায় 67,108 mph। মহাবিশ্ব এমন রাউন্ড ফিগারে চলে না রে ভাই।

৪। 4:08  এক মিলিয়ন না কয়েক মিলিয়ন আর এটা খুব উঠানামা করে । আপনি নিশ্চয়ই গুগুলে "number of earthquakes per year" সার্চ দিয়েই ভিডিও বানিয়ে ফেলেছেন। সেখানেও দেখবেন "several" শব্দটা ব্যবহার করা হয়েছে। তবে সচেতনতামুলক কথাটি বলার জন্য ধন্যবাদ। পরিসংখ্যান থেকে লব্দ কোন রেন্ডম ইভেন্ট  সাইন্স ফ্যাক্ট না, ফানফ্যাক্ট হতে পারে । 

৫  । 4:31  ভাই এমন ভাবে বললেন যে আকাশের সাথে আপনার দোস্তদোস্ত সম্পর্ক। কমপক্ষে ১০০টি সত্যি!! রিসংখ্যানগত লব্দ কোন কোন রেন্ডম ইভেন্ট সাইন্স ফ্যাক্ট না, ফানফ্যাক্ট হতে পারে। 

৬। 4:35 গতির কথা তো বলেনইনি আপনি । একটা ভাঙ্গা গাড়ি কচ্ছপ গতিতে গেলেও কি ১ ঘণ্টায় যাবে ?  গাড়ির গতি যদি প্রায় ১০০ কিলোমিটার  কিলোপ্রতি ঘণ্টা হয় তখনই সুধুমাত্র ১ ঘণ্টা লাগবে। স্ক্রিপ্টও ঠিক মত লিখতে জানেন না ? 

৭। 5:05 হাহাহাহাহা। মুখে বললেন পৃথিবীর বয়স ৪.৫৬ বিলিয়ন নিচে লেখা উঠে ৪.৫৭।  আসলে বয়স হচ্ছে "প্রায় ৪.৫৪৩ বিলিয়ন বছর"। প্রায় বললে এই পয়েন্টটা দিতাম না।  

৮। 5:16  2 মিলিয়ন বা বরং "প্রায়" ২.২ বিলিয়ন বছর বা প্রায় ২২ লক্ষ বছর

৯।  6:39 পৃথিবীর বড় শিলা না সবচেয়ে ভারি "শিলা বৃষ্টি" যেখানে প্রতিটি শিলার ওজন ছিল প্রায় ১ কেজির মত। ৯২ জন মারা গিয়েছিল সেই শিলা বৃষ্টিতে। "সেই শিলা" "সেই শিলা" বলছেন কেন ভাই বারবার? 

আপনি বললেন "গালিও দিতে পারেন" ।  ঠিকই বললেন কিন্তু আগে আমার সেকেন্ড টু সেকেন্ড ভুল ধরার ক্ষোভে কমেন্ট রিমুভ ঠিকই করেছিলেন। যুক্তি নেয়া কি আপনার কাছে গালির থেকেও কটু? 

যাই হোক ,  ক্যাসপার আজ পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। ওর জন্য অনেক খারাপ লেগেছে। যতটা সম্ভব ছিল চেষ্টা করা হয়েছিলাম  সহযোগিতা করার । সহযোগিতার ব্যাপারে আশা করি আপনি আর আমি দুইজনই একই গ্রুপ এ ছিলাম। আশা করি কমেন্ট এ আপনার মন্তব্য পাব। ভাল থাকবেন। 


Wednesday, August 19, 2015

বাংলাদেশিজম, সমকামী, নাহিদ রেইনস আর কিছু কথা যা হারিয়ে যাওয়ার নয়।

বাংলাদেশিজম ( Bangladeshism ) এর নাহিদ রেইন্স ( Nahid Rains ) এর একটা ভিডিও "
What if EVERYONE was HOMOSEXUAL in the WORLD? "তে আমি কমেন্ট করেছি। জানি না উনি ভবিষ্যতে মুছে দিবেন নাকি কিন্তু তাই এখানে আমার কমেন্টটা অক্ষুত রাখার চেষ্টা করছি। সবাই কমেন্ট করতে পারবেন।

/////////////////////
 নাহিদ রেইন্স, আপনি খুব উদাহরন দিয়ে সমকামিতা নিয়ে কথা বলেছেন। এ জন্য ধন্যবাদ। অধিকাংশ মানুষ এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অবৈধ বলে আর কথা বাড়ায় না।
তবে আপনার সাথে আমি মোটেই একমত হতে পারলাম না। আর আপনি এখানে একবারও বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রয়োগ করেননি যে বিষয়টি প্রাকৃতিক নাকি ঐচ্ছিক। যাই হোক, আমিই বলে দেই। আমি সমকামি সম্পর্কে যতটা জানি এখানে একটু বলি।
১. পৃথিবীর প্রায় ৪০০এরও অধিক প্রজাতির প্রাণী আছে জাদের মধ্যে সমকামিরা আছে। যেসব প্রাণীদের মধ্যে সমকামিতা আছে তাদের সংখ্যা প্রায় ১০%। মানুষও এই প্রাকৃতিক নিয়ম বজার রেখেছে। জরিপ বলে মানুষের মধ্যে ৩.৭% সমকামি।
২. সমকামিতার পিছনে জিন কাজ করে। আর আপনি যে বিষয়ের উপর বেশি মনোযোগ দিলেন মানে "সবাই যদি সমকামি হত" সেটা আদৌ সম্ভব না।
৩। সমকামিরা ইচ্ছাকৃতভাবে এমন পথ বেছে নেয় না। তারা প্রাকৃতিকভাবে বিপরীত লিঙ্গের প্রতি অনাসক্ত। আপনি ধার্মিক হিসেবে এটাকে রোগ বলেন বা যাই বলেন এর জন্য তাকে শাস্তি বা ভুল বলা অযৌক্তিক।
৪। সমকামিরা সাধারনত সন্তান দত্তক নেয়। এটা খুবই মহৎ কাজ। প্ৃথিবীতে অনেক শিশুই এতিম হওয়ার মত দুর্ভাগ্য বহন করে। সমকামিদের এই মহৎ আমাদের দৃষ্টিগোচর করা উচিত না।
৫। ইসলামিক বিশেষজ্ঞ ডঃ জাকির নায়েক আরও কিছু স্কলাররা ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন এই বলে যে অবাধ যৌনতা মানুষকে সমকামি করে তুলে। বিষয়টা খুবই ভুল ও অনৈতিক যুক্তি চয়ন। কেননা এমন অগণিত সমকামীজুগল আছে যারা সারাজীবন একই সঙ্গির সাথে থাকে। ছেলে-মেয়ে জুগলের মতও তাদের মাঝে ভালবাসা ও কমিটমেন্ট আছে এটা স্বাভাবিক।
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
(অনেকে আমাকে সমকামী ভাবতে পারে তাই আগেই বলে দেই আমি সমকামী নই ।  বিজ্ঞানকে সমর্থন জানালেই সমকামী হয়ে না। গোঁড়ামিহীন সকল প্রতিষ্ঠিত বিজ্ঞানিরা সমকামীর বৈজ্ঞানিক সত্যতাকে স্বীকার করে। )

ভিডিওটি দেয়া হলঃ